প্রিমিয়াম QLED+ টিভি লঞ্চ হল ভারতের বাজারে , দাম শুরু হচ্ছে মাত্র 13,900 টাকা থেকে
নিজস্ব প্রতিনিধি : যেসব ইউজারারা নতুন এবং প্রিমিয়াম টিভির খোঁজ করছেন তাদের জন্য সুখবর, কারণ জার্মান কোম্পানি METZ এর দুর্দান্ত TVs এর সিরিজ লঞ্চ করেছে। কোম্পানি ভারতীয় বাজারে তাদের 32 ইঞ্চি থেকে শুরু করে 65 ইঞ্চির পর্যন্ত টিভি পেশ করেছে। লঞ্চ হওয়া সমস্ত মডেলেই QLED+ ফিচার, ডলবি ভিজন, ডলবি অ্যাটমস এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এই সমস্ত টিভির ফিচার এবং দাম সম্পর্কে।
METZ QLED+ টিভি এর ফিচার
এই টিভিতে দেওয়া হয়েছে কোয়ান্টাম ডট ফিচার ব্যবহার করে প্রিমিয়াম QLED+ ডিসপ্লে। এই ফিচারের মাধ্যমে টিভি তে কন্ট্রাস্ট এবং বিভিড কালার পাওয়া যায়। এই সুন্দর ম্যাট স্ক্রিনে উজ্জ্বল ভিডিও দেখার এক্সপ্রিয়েন্স পাওয়া যায়। তবে ডালবি ভিজন ইমেজের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং কালার অ্যাকিউরেসি বাড়ায়। ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড ইমার্সিভ অডিও এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
METZ QLED+ টিভির রেঞ্জে অপশন রয়েছে হারিয়ে যাওয়া রিমোট খোঁজার । এই টিভি মধ্যে থাকা ফাইন্ড রিমোট ফিচারের মাধ্যমে হারিয়ে যাওয়া রিমোট খোঁজা সম্ভব। অর্থাৎ ইউজারা রিমোট কোথাও রেখে ভুলে যায়, সেই মুহূর্তে টিভি তে থাকা একটি বাটন প্রেস করার পর রিমোট বিপ করে উঠবে। এই ফিচারের মাধ্যমে ইউজারারা সহজেই ও তাড়াতাড়ি রিমোট খুঁজতে পারবেন এবং চিন্তা মুক্ত থাকবেন।
METZ Premium QLED+ TVs এর ভারতীয় লঞ্চ
METZ QLED+ টিভি তে ব্লু লাইট সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে দেখার পরও কোনো রকম অসুবিধা হবে না। ফ্লিকারিং কম করার করা জন্য বা পুরপুরি শেষ করার জন্য অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। কারণ এই টিভি তে ফ্লিকারিং-ফ্রি সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের চোখ সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়া টিভি তে হাই কোয়ালিটি এক্সপিরিয়েন্সের জন্য এ + গ্রেড ডিসপ্লে প্যানেল এবং আই কেয়ার 3.0 ফিচার দেওয়া হয়েছে।
METZ QLED+ এর দাম
জার্মান কোম্পানি METZ QLED+ টিভি সিরিজ 32 ইঞ্চি থেকে 65 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।
এই টিভি সিরিজের সবচেয়ে ছোট 32 ইঞ্চির QLED+ টিভির দাম রাখা হয়েছে মাত্র 13,900 টাকা।
METZ QLED+ টিভির সবচেয়ে হাই এন্ড মডেল 65 ইঞ্চির দাম রাখা হয়েছে প্রায় 96,000 টাকা।