প্রোমোটারের মারাত্মক ভুলে চরম বিপদে বাঘা যতীনের আবাসনের আটটি পরিবার
কলকাতা : ভুল করলেন প্রমোটার, আর তার খেসারত দিতে হচ্ছে আটটি পরিবারকে। বাঘা যতীনের এই আটটি পরিবার এখন প্রোমোটারের কারণে রাস্তায় । পাড়া-প্রতিবেশীরা একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই আটটি পরিবার বর্তমানে সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছে। জানা গেছে বাঘা যতীনের ওই আবাসন টি ভুল ভাবে তৈরি হয়েছিল, এ নিয়ে পুরসভা অনেকবার সতর্ক করেছিল ওই আবাসনের বাসিন্দাদের।
এদিকে বাসিন্দারা প্রোমোটারের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু ওই প্রোমোটার কোনো রকম কান দেননি। অবশেষে আস্তে আস্তে ক্রমশ হেলে পড়ছিল আবাসনটি। অবশেষে এদিন একেবারেই হেলে পড়ে সমগ্র আবাসনটি। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রথমে বাসিন্দারা ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে , তারপরে বুঝতে পারলেন ওই আবাসনের হেলে পড়ার খবর। তীব্র ক্ষোভে পড়ে ফেটে পড়ে এলাকার বাসিন্দারাও । প্রোমোটারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশেষে দায়িত্বে নেমে পড়ে কলকাতা পুরসভা।