‘প্রয়োগ করুন গণতান্ত্রিক অধিকার, সবাই আসুন, ভোট দিন’,টুইট রাজ্যের মুখ্যমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : আজ থেকে এ রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে ৫ জেলার ৩০টি আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিলেন ভোট উত্সবের শুরুতেই । টুইট করে তিনি লিখলেন, ‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব প্রয়োগ করুন নিজের গণতান্ত্রিক অধিকার, সবাই আসুন, ভোট দিন’।
মূলত আজ শনিবারও একাধিক সভা রয়েছে তৃণমূল নেত্রীর। তাঁর মোট চারটি সভা করার কথা। একটি সভা রয়েছে হাওড়ার ডুমুরজলায়। তিনি সেখান থেকে প্রথম দফার নির্বাচন নিয়ে কী বার্তা দেবেন , অনেকেই তাকিয়ে আছেন সে দিকে। প্রসঙ্গত ,এর আগে মমতা সমস্ত কর্মী-সমর্থককে আবেদন জানিয়েছিলেন, ভাল করে ইভিএম এবং ভিভিপ্যাট খতিয়ে দেখতে ভোট দেওয়ার পর। সাধারণ মানুষ যেখানে ভোট দিচ্ছেন , ভোট সেখানেই পড়ছে কি না, বুথকর্মীদেরও বলেছিলেন সেই বিষয়টা মাথায় রাখতে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা তিনি মনে করিয়ে দিলেন ভোট উত্সব শুরু হওয়ার পরেই। ভোট প্রথমায় বার্তা দিলেন নির্বাচন শুরুর কিছু ক্ষণের মধ্যেই।