প্লাস্টিকের ব্যবহার ত্রাণ বিলিতে , দূষণের আশঙ্কা প্রকাশ পরিবেশবিদদের একাংশের
বেস্ট কলকাতা নিউজ : একদিকে কোরোনা সংক্রমণ। অন্যদিকে চলছে লকডাউন।আর এর জেরেই নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। রসদে টান পড়ছে অনেকের।এই অবস্থায় তাদের সাহায্য করতে এরই মধ্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সরকার সকলেই। খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে দুস্থদের হাতে। কিন্তু এই পরিস্থিতিতে অনেকের চোখ এড়িয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও বিষয়টি পরিবেশবিদদের নজরে এসেছে। আর তা হল ত্রাণ বিলিতে প্লাস্টিকের অবাধ ব্যবহার। আর সেটা নিয়েই পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ পরবর্তীকালে দেখা যেতে পারে এর প্রভাব। এমনকি পরিবেশেও বাড়তে পারে দূষণের মাত্রা।এর প্রভাব এখন বোঝা না গেলেও পরবর্তীকালে এই প্লাস্টিক ব্যবহারের ফলে দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চন্দননগরের পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জি।