করোনা সতর্কতায় অভিনব উদ্যোগ উত্তর 24 পরগনা জেলার খড়দহ পৌরসভার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মানিক চৌধুরী : সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্টে হোম নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগণার খড়দহ পৌরসভার পুরপ্রধান তাপস পাল মহাশয়।

তার উদ্যোগে খড়দহে নামানো হলো কিছু স্বেচ্ছাসেবক যারা খড়দহ রহড়ায় বিভিন্ন জনবহুল জায়গায় সাধারণ মানুষকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকান বাজার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় সতর্ক করবেন। এবং অবাঞ্ছিত জমায়েত না করার অনুরোধ করা হবে মানুষদের।

ইতিমধ্যে খড়দহে একজনের শরীরে করোনার ভাইরাস মিলেছে। খড়দহ বাসিরা যাতে সুরক্ষিত থাকে এবং খড়দহে যাতে আর কোনভাবেই করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা না বাড়ে তার জন্য এটি একটি প্রচেষ্টা জানান খড়দহ পৌরসভার পৌর প্রধান তাপস পাল মহাশয়। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খড়দহ পুর নাগরিকেরা।

তিনি বলেন ‘করোনা পরিস্থিতির মোকাবিলায় জনগণের পরিপূর্ণ সাহায্য ছাড়া এটা কোনভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।’ এজন্য কোয়ারেন্টিন বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারংবার পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জনগণ নিজেদের সুরক্ষায় যদি নিজেরা এগিয়ে না আসেন তবে, সরকারের একার পক্ষে এটি বাস্তবায়ন খুব কঠিন হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *