ফলও সবজির দাম আকাশ ছোঁয়া, মানুষের হয়রানী বাড়ছে শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আপেল ও কলা তরমুজ বা আঙ্গুর শিলিগুড়িতে ফলের দাম আকাশ ছোঁয়া। মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে ফলের দাম। কত দুমাস ধরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে শিলিগুড়িতে ফলের দাম। শিলিগুড়ির প্রধান তিনটি বাজার হায়দার পাড়া বিজন মার্কেট এবং সুভাষপল্লীতে ফল বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। হাতের নাগালের বাইরে চলে যাওয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে নাজেহাল হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। শিলিগুড়িতে গত তিন বছরের মধ্যে এই বাড়ি ফলের দাম বেড়েছে প্রচন্ড রকমের। যেটা গত শীতেও এতটা ছিল না। পুজো অথবা অন্যান্য উৎসবে ফলে প্রয়োজনীয়তা অসীম। অনেক অনেকের ঘরে ফল নিত্য প্রয়োজনীয়। ফলের দাম বেশি হওয়ায় হাসপাতাল এবং নার্সিং হোমিও ফলে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে শিলিগুড়ির প্রতিটি বাজারে ফলের দাম প্রচন্ড বেশি হওয়ায় পুজোতেও ফল সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যে ফলগুলি উত্তরবঙ্গে হয় সেই ফল ছাড়া অন্যান্য সব ফলের দাম অস্বাভাবিক বেড়েছে। বেড়েছে দার্জিলিংয়ের কমলালেবুর দামও। সবজি এবং ফলের এই আকালে মানুষ একেবারেই দিশেহারা হয়ে গেছেন। সব সময় ফল কিনতে পারিনা আমরা তাই যখন ফল কিনতে যাই তখনই ফল দেখে বা ফিরে আসি। বাজার করতে আসা স্থানীয় মানুষের বক্তব্য এটাই। কবে কমবে ফলের দাম? বর্ষা না গেলে একেবারেই সম্ভব নয় ফলের দাম কমা। আপাতত সেই দিনেরই অপেক্ষায় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *