ক্রমাগত রক্তক্ষরণ অব্যাহত NDA-তে , এবার জোট ছাড়লেন পবন কল্যাণ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের জোর ধাক্কা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে।এআইএডিএমকের পর এবার এনডিএ ত্যাগ করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ পবন কল্যাণ। তিনি জানিয়েছেন, কঠিন সময়ে তিনি টিডিপির পাশে থাকতে চান। আর সেই কারণেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ত্যাগ করছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, সুশাসন ও উন্নয়নের জন্য অন্ধ্র প্রদেশে জনসেনা ও টিডিপি জোটের ক্ষমতায় আসা প্রয়োজন। বর্তমানে অন্ধ্রের দক্ষতা উন্নয়ন কেলেঙ্কারি মামলায় কারাবন্দী টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। আগেই কারাগারে গিয়ে চন্দ্রবাবুর সঙ্গে দেখা করে পবন কল্যাণ জানিয়েছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে টিডিপির সঙ্গে জোট বাঁধবে তাঁর জনসেনা দল। তবে, এর আগে তিনি দীর্ঘদিন ধরে বিজেপি, টিডিপি এবং জনসেনার জোটের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত তিন দলের জোট সম্ভব হল না।

এদিন এনডিএ ছাড়ার কথা ঘোষণা করে জনসেনা প্রধান বলেছেন, অন্ধ্রের মানুষের স্বার্থে সংগ্রাম করছে টিডিপি। তাই তাঁর দল টিডিপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, টিডিপি এবং জনসেনা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে, ওয়াইএসআর কংগ্রেস পার্টির পতন নিশ্চিত। পবন কল্যাণ বলেছেন, “টিডিপিকে সমর্থন করার জন্য আমি এনডিএ থেকে বেরিয়ে এলাম। টিডিপি শক্তিশালী দল। অন্ধ্র প্রদেশে রাজ্যের উন্নয়নের জন্য তেলেগু দেশম পার্টির শাসনের প্রয়োজন। আজ, টিডিপি সংগ্রাম করছে। আমরা তাদের সমর্থন করব। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে, টিডিপির প্রয়োজন জনসৈনিকদের সমর্থন। যদি টিডিপি এবং জনসেনা হাত মেলায়, ওয়াইএসআরসিপি রাজ্যে ডুবে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *