ফুলবাড়িতে ছিনতাই হল হার মহিলার, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়
নিজস্ব সংবাদদাতা : বাজার করতে গিয়েছিলেন, পথেই ছিনতাই হয়ে গেল এক মহিলার গলার হার। জানা গেছে বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে ছিলেন ওই মহিলা, বাজার করতে ফিরবার পথে ছিনতাই হয় তার গলার হার। চিৎকার করলে দৌড়ে আসে স্থানীয় মানুষজন । কিন্তু ধরা যায়নি চোরকে। কিভাবে চলে গেল , এটার মধ্যেও আমার সমস্যা জানালেন ওই মহিলা। অনেক কষ্টে ছেলের বউ আমাকে কিনে দিয়েছিল ওটা। লজ্জায় মুখ দেখাতে পারব না। জানালেন ওই মহিলা। তিনি আরো জানান আমি নিজে অনেক খোঁজ করলাম কিন্তু চোরের দেখা পেলাম না । আমার দরকার , ওই হারটা। কিভাবে আসবে ওটা দেখবে প্রশাসন। এদিকে ওই হার ছিনতাই হয়ে যাবার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
