ফের খড়্গপুর আইআইটিতে ছাত্রের রহস্যমৃত্যু, উদ্ধার হল ঝুলন্ত দেহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু আইআইটি খড়্গপুরে। বিআর আম্বেদকর হল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত ওই পড়ুয়ার নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন। এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরে ৬ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। জানা গিয়েছে, শনিবার দুপুর থেকে ওই পড়ুয়ার রুম বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ পরও ওই পড়ুয়াকে রুম থেকে বেরতে না দেখে সহপাঠীরা রুমে যান। তখনই তাঁরা ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। ওই ছাত্রের মৃত্যু কীভাবে হল, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে তারা।

আইআইটি খড়্গপুরে একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে উদ্বেগ বেড়েছে। চলতি বছরে এই নিয়ে ৬ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৫ জনের। চলতি বছরের জানুয়ারিতে শোয়ান মালিক নামে এক পড়ুয়ার মৃত্যু হয়। এরপর মার্চ ও এপ্রিলে ২ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। মার্চে মহম্মদ আসিফ কামার ও পরের মাসে অনিকেত ওয়ালকর নামে দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। জুলাই মাসে কয়েকদিনের ব্যবধানে আইআইটি খড়্গপুরে মৃত্যু হয় ২ জনের। ১৮ জুলাই রিতম মণ্ডল নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তিনদিন পর মৃত্যু হয় চন্দ্রদীপ পাওয়ার নামে এক পড়ুয়ার। এর মধ্যে গলায় ওষুধ আটকে মৃত্যু হয় চন্দ্রদীপের। বাকি সবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে প্রশ্ন উঠছে, চলতি বছরে কি আইআইটি খড়্গপুরের এই ৫ পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন? সেক্ষেত্রে প্রশ্ন, কেন তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? কোনও মানসিক চাপ? নাকি প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার ভয়? একের পর এক পড়ুয়ার মৃত্যুতে উত্তর খুঁজছে আইআইটি খড়্গপুরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *