পাহাড়ে ক্রমশ বাড়ছে ঠান্ডা, ঠাণ্ডা বাড়ার আশঙ্কায় ক্রমাগত ভীড় পর্যটকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : দার্জিলিং সহ গোটা পাহাড়ে বাড়ছে ঠান্ডা এবং কমছে তাপমাত্রা। আজ দার্জিলিং এ সবচাইতে কম তাপমাত্রা ছিল সাত ডিগ্রীর নীচে। গত দুই দিনের চাইতে তা কম প্রায় তিন ডিগ্রী। আজকে সকালের দিকে দার্জিলিং এর তাপমাত্রা কমে গিয়ে দাড়ায় মাত্র ছয় ডিগ্রীর কাছাকাছি, যেটা এই বছরের সবচাইতে কম তাপমাত্রা বলা যেতে পারে। আজ সকাল থেকেই কনকনে তাপমাত্রা এবং ঠাণ্ডা হাওয়ার কারনে পর্যটকেরা ভীড় জমান ম্যাল এবং টাইগার হিলে। তাপমাত্রা কমে গিয়েছে মিরিকেও। মিরিকে আজ তাপমাত্রা কমে গিয়ে দাড়ায় সাত ডিগ্রীর একটূ উপরে। সকাল হলেও গত তিনদিন ধরে বইছে কনকনে হাওয়া এবং আসছে কুয়াশা। একেবারেই মেঘাচ্ছনন সকালে মানুষের দেখা একেবারেই পাওয়া যায় নি। যদিও বেলা বাড়তেই পর্যটকেরা বেড়িয়ে পড়েন এদিক ওদিক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী তাপমাত্রা আরো নীচের দিকেই নেমে যাবে। তাই বছরের শেষের দিনগুলিতে ভালো ভীড় আশা করছেন পর্যটন দপ্তরের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *