ফের খারিজ হল কেন্দ্রের প্রস্তাব ,কৃষকরা সামিল হচ্ছেন আরও বৃহৎ আন্দোলনের পথে
বেস্ট কলকাতা নিউজ : কৃষক সংগঠনগুলি ফের খারিজ করে দিল কেন্দ্রের পাঠানো প্রস্তাব ৷ সেই সঙ্গে তারা ডাক দিল আরও বড়সড় আন্দোলনেরও৷ কেন্দ্রীয় সরকারের তরফে একটি প্রস্তাব পাঠানো হয় সিঙ্ঘু বর্ডারে আন্দোলনকারী কৃষকদের কাছেও ৷ সেখানে কেন্দ্রের তরফে বলা হয়, তারা প্রস্তুত নতুন কৃষি আইনের যে বিষয়গুলি নিয়ে কৃষকদের আপত্তি রয়েছে সেই ক্ষেত্রে নিশ্চয়তা দিতে৷ যেখানে বলা হয়েছে ফসলের নূন্যতম সহায়ক মূল্য সুনিশ্চিত করার কথাও৷
কিন্তু কৃষকদের সাফ বার্তা, বাতিল করতে হবেএই কৃষি আইন৷ এক সাংবাদিক বৈঠক থেকে ক্রান্তিকারী কিষাণ ইউনিয়নের সভাপতি দর্শন পাল বলেন, ” সরকারের প্রস্তাব আমরা খারিজ করে দিচ্ছি ।”এছাড়াও বড়সড় আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে তারা। ১২ ডিসেম্বর অবরোধ করা হবে দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক। এছাড়াও তারা ১৪ ডিসেম্বর একাধিক জায়গায় বিজেপি অফিস ঘেরাও করার ডাকও দিয়েছে। সেই সঙ্গে বিক্ষোভও দেখানো হবে দেশের বিভিন্ন প্রান্তেও।