ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, রাজ্যে ফের বৃষ্টি বুধবার থেকেই
বেস্ট কলকাতা নিউজ : এখনও এ রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে দেশ থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হলেও। একের পর এক নিম্নচাপই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে সক্রিয় করে রেখেছে পশ্চিমবঙ্গে। ফলে দেশ থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হলেও এখনও অনেক দেরি আছে আমাদের রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে৷
বৃহস্পতিবার শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত ক্রমশ দুর্বল হয়েছে। আমাদের রাজ্যে বৃষ্টির দাপট সামান্য কমতেই আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ফের নিম্নচাপের জেরে। আগামী রবিবার আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। যা ক্রমে শক্তি বৃদ্ধি করে অগ্রসর হবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকেই৷হাওয়া অফিস সূত্রে খবর সেই নিম্নচাপের প্রভাবে আগামী ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলেই৷
এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলেও৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও, উত্তর ও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকেই৷