ফের পাহাড়ে নামলো ভয়াবহ ধস, মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল বাড়ি, নিখোঁজ হল ১০ জন
বেস্ট কলকাতা নিউজ : দেরাদুনের পরে এবার চামোলিতে দুর্যোগ। প্রকৃতির রোষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের ৷ এবছরের বর্ষার মরশুমে পাহাড়ি এই রাজ্যে বারবার নেমেছে বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে একের পর এক জেলা। বুধবার রাতে উত্তরাখণ্ডের চামোলির তহসিলঘাট নন্দনগরে ফের মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নামে। হু হু করে জল বইতে থাকে। হড়পা বানে একাধিক বাড়ি ভেসে গিয়েছে। নিখোঁজ হয়ে যায় অন্তত পক্ষে ১০ জন ৷

এদিকে জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি জানান, নন্দনগরের কুন্ত্রিতে মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ এখনও স্পষ্ট নয়। এসডিআরএফ, পুলিশ এবং প্রশাসনের দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থলে জেসিবি মেশিন পাঠানো হয়েছে। চামোলি জেলায় আবহাওয়া বিভাগের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷ নন্দনগর থানা এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাঁরা অপারক ৷
আরো জানা গেছে আজ ভোররাত আড়াইটে নাগাদ চামোলি জেলায় নন্দানগর এলাকার ফালি কুঁত্রি, সান্তি কুঁত্রি, ভৈনসওয়ারা এবং ধুরমা গ্রামের উপরের মেঘভাঙা বৃষ্টি নেমে আসে। এর কারণে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটে এই গ্রামগুলিতে। তহসিলঘাট নন্দনগরে যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের মধ্যে কুন্ত্রি ফালি গ্রামের ৮ জন রয়েঠছেন ৷ অন্যদিকে, ধুরমা এলাকা থেকে ২ জন নিখোঁজ রয়েছেন ৷