ফের পুরী এক্সপ্রেস এড়ালো ভয়াবহ দুর্ঘটনা, এসি কামরায় আগুন ধরে গেল সেই ওড়িশাতেই
বেস্ট কলকাতা নিউজ : ভারতীয় রেলে যেন অভিশাপ লেগেছে।ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এখনও সেই মর্মান্তিক দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দেশ। এর মধ্যে ফের বৃহস্পতিবার রাতে সেই ওড়িশারই খারিয়ার রোড স্টেশনে অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল দুর্গ-পুরী এক্সপ্রেস। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ, ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কামরায় আগুন লেগে যায়।
সেই সময় ট্রেনটি ওড়িশার নোয়াপাড়া জেলার খারিয়ার রোড স্টেশনের কাছে ছিল। জানা গিয়েছে, আগুন লাগে ট্রেনের বি৩ কামরায়। কেউ একজন অ্যালার্ম চেইন টেনেছিলেন। কিন্তু, তারপরও ট্রেনটি ব্রেক না লাগাতেই এই ঘটনা ঘটে। ব্রেকগুলি সম্পূর্ণভাবে মুক্তি না পাওয়ায়, ঘর্ষণের কারণে ব্রেক প্যাডগুলিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন রেলকর্তারা।
পূর্ব উপকূল রেলওয়ে জানিয়েছে, এই ঘটনার ফলে কারও কোনও আঘাত লাগেনি বা অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কারণ আগুন শুধুমাত্র ব্রেক প্যাডেই দেখা গিয়েছিল।সঙ্গে সঙ্গে ট্রেনটি সেখানেই থামিয়ে দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। এতে প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে। সমস্যা দূর হলে, রাত ১১টায় ফের যাত্রা শুরু করে দুর্গ-পুরী এক্সপ্রেস।