ফের বড় সাফল্য কেন্দ্রীয় বাহিনীর , একদিনে আত্মসমর্পণ করলো ১০৩ মাওবাদী সদস্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বিজাপুরে বড় সাফল্য পেল কেন্দ্রীয় বাহিনী ৷ ২ অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর দিন বৃহস্পতিবার অস্ত্র নামিয়ে একসঙ্গে আত্মসমর্পণ করল ১০৩ জন মাওবাদী ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের মাথার দাম ছিল মোট ১ কোটি ৬ লক্ষেরও বেশি ৷
মূলত ,সশস্ত্র বিদ্রোহের পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের তরফে ‘পুনা মার্গম’ নামক এক অভিযানের সূচনা করা হয় ৷ এদিন সেই অভিযানের আওতায় আত্মসমর্পণ করে মাওবাদীরা ৷ জানা গিয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন প্রথমসারির সক্রিয় মাও নেতাও রয়েছে ৷ মূলত সংগঠনের প্রতি আস্থা হারিয়ে এবং সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আকৃষ্ট হয়েই তারা অস্ত্র নামানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি রাজ্যের পুলিশ এবং সিআরপিএফ-এর ৷

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে এই প্রথম একসঙ্গে এত জন মাওবাদী আত্মসমর্পণ করেছে বলে জানান বিজাপুরের এসপি জিতেন্দ্র যাদব ৷ তিনি জানান, আত্মসমর্পণকারী মাওবাদীদের অধিকাংশই সংগঠনের সক্রিয় সদস্য ছিল ৷ এসপি বলেন, “মোট ১০৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে ৷ তাদের মধ্যে ৪৯ জন সংগঠনের প্রথমসারির সদস্য ছিল এবং তাদের জন্য সরকারের তরফে 1 কোটি ৬ লক্ষ পুরস্কারও ঘোষণা করা হয়েছিল ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *