ফের বিতর্কে জড়ালো বিশ্বভারতী, এলাকাবাসী চরম বিপাকে কেন্দ্রীয় অফিসের সামনে রাস্তা বন্ধ করায়
বেস্ট কলকাতা নিউজ : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আচমকাই বন্ধ করে দিল বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনের রাস্তা । কিন্তু বিশ্বভারতী কতৃপক্ষ এই রাস্তা বন্ধ করতে পারে না হাই কোর্টের নির্দেশ অনুসারে। স্থানীয় বাসিন্দারা এমনটাই দাবি করেছেন । বিশ্বভারতীর এই সিদ্ধান্তের ফলে চরম বিপদে পড়েছেন পূর্বপল্লি, দক্ষিণপল্লি-সহ একাধিক এলাকায় বসবাসকারী কয়েক হাজার মানুষ।
উল্লেখ্য, সমস্যা শুরু হয়েছিল বিশ্বভারতীতে মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে। বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনের রাস্তাতেই রয়েছে পৌষ মেলার মাঠ। পাঁচিল দেওয়ার সময় সেখানে বসিয়ে দেওয়া হয় দু’টি গেট । এই গেটের পাশে আবার দু’টি ছোট গেট ছিল। এলাকার বাসিন্দারা যাতায়াত করতেন ওই গেট দিয়েই। সেই ছোট গেটও বন্ধ করে দেওয়া হয়েছে আজ শুক্রবার থেকেই । স্থানীয় বাসিন্দা তণ্ময় ভট্টাচার্য বলেন, ‘এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন। এভাবে রাস্তা বন্ধ করে দেওয়া যায় নাকি? উপাচার্য সিদ্ধান্ত নিচ্ছেন তার নিজের ইচ্ছে মতো।’ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, ‘সাধারণ মানুষ যে রাস্তায় যাতায়াত করে তা বন্ধ করে দেওয়া উচিত্ নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত্ জেলা প্রশাসনেরও।