ফের বৃষ্টির ভ্রুকুটি উত্তরবঙ্গে , শীত ফিরে আসবে তাপমাত্রার পারদ চড়লেও, এমনি ইঙ্গিত হাওয়া অফিসের
বেস্ট কলকাতা নিউজ : ধীরে ধীরে বাড়ছে কলকাতা শহরের তাপমাত্রা। তবে শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। রাতে এবং ভোরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সামান্য উষ্ণতা থাকবে কয়েকদিন। তারপরে আবার পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে ভ্যালেন্টাইন্সডে উষ্ণতাতেই কাটবে বলে জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে শহরে। রবিবার কলকাতা শহরের তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াল ছিল। গতকালের চেয়ে এক ডিগ্রি বেড়েছে তাপমাত্রার পারদ। সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা তবে। সেটা যে দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ শীত একেবারেই বিদায় নেবে এমন নিশ্চয়তার কথা শোনায়নি হাওয়া অফিস। আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল ৮ তারিখ থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। এমনকী ১২ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ। কাজেই শীত প্রেমীদের মন খারাপের এখনই সময় আসেনি।
জেলায় জেলায় এখনও তেমন কোনও গরমের প্রভাব দেখা যায়নি। সকাল বিকেল এখনও ভাল মতই শীতের আমেজ রয়েছে জেলাগুলিতে। তাপমাত্রার পারদ তেমন ভাবে এখনও উর্ধ্বমুখী হয়নি। কাজেই শীত বিদায় নিচ্ছে এখনই বলা যায় না। মাঘ মাস পুরোটাই শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গের জেলা গুলিতেও শীতের দাপট রয়েছে। তবে কাঁপিয়ে শীত না থাকলেও শীত চলে গেছে এমনটা বলা যাচ্ছে না। দার্জিলিঙে হালকা বষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিিলং এবং সিকিমে হালকা বৃষ্টি হবে। তবে সোমবার থেকে ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত পারদ পতনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই এখনই শীত যাচ্ছে না বঙ্গের কোনও জেলা থেকেই। এখনও গায়ে হালকা সোেয়টার চড়িয়েই থাকতে হবে।