ফের ভয়াবহ চুরি শহর শিলিগুড়িতে, ঘরে ঢুকে টাকাপয়সা সোনা গয়না নিয়ে চম্পট দিল চোর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আবারও ভয়াবহ চুরির ঘটনা ঘটলো শহর শিলিগুড়িতে, এবার শিলিগুড়ির সেন্ট্রাল কলনিতে ঘরে ঢুকে টাকা পয়সা সোনা গয়না সবকিছু নিয়ে চম্পট দিলো চোর। সবচাইতে বড় কথা গৃহকর্তা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এদিন একেবারেই বুঝতে পারেননি। পরদিন সকালে উঠে তারা দেখেন জানলা দরজা সব খোলা। ঘরের সমস্ত জিনিস একেবারে ওলট পালট হয়ে আছে। তখনই তারা বুঝতে পারেন বাড়িতে চুরি হয়ে গেছে।এদিকে চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা, এদিন এই ঘটনায় চরম ক্ষুদ্ধ হন তারাও।

এলাকার মানুষজন এদিন জানান শিলিগুড়িতে এখন চুরি হওয়াটা একেবারেই বড় ব্যাপার নয়। কারণ প্রায় প্রতি দিনই একটা করে চুরি হচ্ছে শহর দিলিগুড়িতে। সবচাইতে বড় কথা দিনরাত যে কোন সময় চুরি হয়ে যাচ্ছে। ধরা পড়ার ভয় আছে তারপর কেউ এইভাবে চুরি করতে আসে এটা জেনেই অবাক সকলেই। অনেকে আবার এও জানান টাকা-পয়সা সোনার গয়না মূল্যবান কোন কিছুই ঘরে রাখা যাচ্ছে না, সবচাইতে বড় সমস্যা বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে। জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে আপাতত এটাই চিন্তার কারন সকলের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *