ফের রদবদল মমতার মন্ত্রীসভার, আরও ৪ জন হতে চলেছেন নতুন মন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন মন্ত্রীসভার বৈঠক এগিয়ে দুপুর সাড়ে ১২টায় করার কথা জানিয়েছিল আজ সোমবার দুপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এলে তাঁকে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রিসভায় কি রদবদল হচ্ছে? তিনি জানান, দরকার মন্ত্রিসভার রদবদল। কারণ তাঁর একার পক্ষে সম্ভব নয় এতগুলো দফতরের ভার সামলানো । কিন্তু সোমবারের বৈঠকে হয়নি সেই বদল ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথাও স্পষ্ট করে দিয়েছেন, যে জল্পনা চলছিল তাঁর মন্ত্রিসভা ঢেলে সাজানো নিয়ে , তা ঠিক নয়। তিনি মন্ত্রিসভায় করবেন ছোট রদবদল। তবে এই রদবদলে কারা জায়গা পাবে কারা পাবে না, কারও মন্ত্রিত্ব যাবে কি না মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি । তিনি বলেন, ‘‘নতুন দায়িত্ব দেওয়া হবে চার পাঁচজনকে । কয়েকজনকে লাগানো হবে দলের কাজে ।’’ তবে গুঞ্জন শোনা যাচ্ছে নতুন মন্ত্রী সভায় জায়গা পেতে চলেছে সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসা বাবুল সুপ্রিয়। এমনকি উঠে আসছে পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগণার অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামীর নাম। সোমবার তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডাকার পর থেকেই । যেহেতু পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণের পর এটিই প্রথম মন্ত্রিসভার বৈঠক, তাই অনেকই অনুমান করেছিলেন, বড় বদলের ঘোষণা হতে পারে এই সভা থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *