ফের হামলা প্রতিবাদী যুবকের উপর , বালি থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : বালিঘাট স্টেশনে কলেজ ছাত্রের উপর হামলার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। দুই সহপাঠীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন ওই ছাত্র। তারপরই তাঁর উপর হামলা হয়। বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় অবশেষে গ্রেফতারি। বেলুড় জিআরপি দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে তিন কলেজ পড়ুয়া বেলুড় জিআরপিতে অভিযোগ জানানোর পর রাতে নারায়ণ দাস (৩২) ওরফে পাঁচুকে গ্রেফতার করে বেলুড় জিআরপি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সোমবার সকালে বিক্রম পাত্র (১৮) ওরফে ভিকিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দু’জনকেই বালিঘাট স্টেশনের কাছে বালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁরা ওই এলাকারই বাসিন্দা। ধৃতদের সোমবার হাওড়া জেলা আদালতে তুলে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন করে বেলুড় জিআরপি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শনিবার দুই ছাত্রীকে কটূক্তি করছিল দুই যুবক। তারই প্রতিবাদ করেন বিশাল মণ্ডল নামে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের ওই ছাত্র। এরপরই বিকেলে বাড়ি ফেরার পথে বালিঘাট স্টেশনে আক্রান্ত হন তিনি। তাঁকে মেরে রেল ওভারব্রিজ থেকে ফেলে দেওয়ারও চেষ্টা করার অভিযোগ ওঠে।