ফের হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়লো শহর কলকাতায় , আহত হল ১ শ্রমিক
বেস্ট কলকাতা নিউজ : বাঘাযতীন-ট্যাংরা-হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি হেলে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল অনেক আগেই । অবশেষে এবার সেই আবহের মধ্যেই ফের ভেঙে পড়ল বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মুক্তিরামবাবু স্ট্রিটে। এদিকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, এই পুরনো বাড়িটি সংস্কারের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। এ দিন আচমকাই সেটির সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হয় এক শ্রমিক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে ধ্বংসস্তপের ভিতর কেউ আটকে নেই বলেই এদিন জানানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।

তবে আচমকা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত জনবহুল। নিত্যদিন মানুষের যাতায়াত লেগেই থাকে। উল্লেখ্য, এর আগে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে বাড়ি হেলে যায়। তার একাংশ ভেঙেও পড়ে। এর পরপরই ট্যাংরার একটি বহুতল হেলে যায়,ঘটনাস্থল পর্যবেক্ষণে যান মেয়র ফিরহাদ হাকিমও। সেই বাড়ি হেলা বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর কলকাতায় ফের ভেঙে পড়লো বাড়ি।