পাহাড় দখলে মরিয়া গুরুঙ্গ এবার কি তাহলে বিজেপীর দিকেই ঝুকছেন? এই কথাই বাড়ে বাড়ে উঠছে পাহাড়ের রাজনৈতিক মহলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পাহাড় দখলে মরিয়া গুরুঙ্গ এবার কি তাহলে বিজেপীর দিকেই ঝুকছেন?এখন এই কথাই বাড়ে বাড়ে উঠছে পাহাড়ের রাজনৈতিক মহলের মুখে মুখে।এখন আর আগের মতন শক্তি নেই,আগের মতন সমর্থনও পাচ্ছেন না পাহাড়ের মানুষের কাছ থেকে।তাই একেবারে শেষ চেষ্টা করতে চান বিমল গুরুঙ্গ। মুখে গোর্খাল্যান্ডের জন্য লড়াই এবং অন্যদিকে সেন্ট্রালের সমর্থন এইভাবেই একবার শেষ চেষ্টা করতে চান বিমল গুরুঙ্গ। সুভাষ ঘিষিং যেটা করতে পারেন নি সেটাই করতে চান বিমল গুরুঙ্গ।নিজেকে একবার অন্তত পাহাড়ের সর্বেসর্বা প্রমান করতে চান বিমল গুরুঙ্গ।তাই হয়ত আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপীর দিকে ঝুকতে চাইছেন একদা পাহাড়ের আইকন বিমল গুরুঙ্গ। যদিও তিনি ঘনিষ্ঠমহলে তার এই পরিবর্তনের কথা মানতে চান নি,তবুও তার আশেপাশের কাছের মানুষেরা জানিয়েছেন আবার হয়ত পাহাড়ের রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে।

আবার গেরুয়া শিবিরের সাথে থাকতে দেখা যেতে পারেন বিমল গুরুঙ্গকে। কারন বর্তমানে কিছুটা হলেও বিব্রত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আর এই সময়ে এটা নিশ্চিতরূপে বলতে পারা যায় তিনি আর কারো কথাই নিজের মাথায় ঢোকাবেন না।তাই মরিয়া গুরুঙ্গ একবার শেষ চেষ্টা করতে ছুটতে পারেন বিজেপীর দরজায়,যেখান থেকে হয়ত তার ভাগ্য কিছুটা হলেও পরিবর্তন হতে পারে বলে মনে করছেন বিমল গুরূঙ্গ নিজেই।আর তা না হলে?একেবারেই রাজনীতি থেকে সরে দাড়াতে পারেন একদা পাহাড়ের সুপ্রিমো বিমল গুরুঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *