ফোন এল রামমন্দির এলাকা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে, সতর্ক বার্তা দিল অযোধ্যা পুলিশ
রাম জন্মভূমি এলাকা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য অযোধ্যা জুড়ে। বুধবার রাতেই নেপাল থেকে বিশেষ পাথর আসে রাম নগরীতে। আর তা নিয়ে রীতিমত উচ্ছ্বাস দেখা যায় অযোধ্যার মানুষের মধ্যে। এমনকি পাথরগুলিকে বিশেষ মন্ত্র উচ্চারণে পুজোও করা হচ্ছে। আর এর মধ্যেই হুমকি ফোন। উত্তরপ্রদেশ পুলিশ জানাচ্ছে, রাম জন্মভূমি এলাকা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটা ফোন আসে। এরপরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, অযোধ্যার রামকোট এলাকায় রামলালা সদন মন্দিরের কাছে বসবাসকারী একজন স্থানীয় ব্যক্তি স্থানীয় পুলিশকে এই বিষয়ে সতর্ক করে। তাঁর দাবি, এক অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে তাঁর কাছে একটি ফোন আসে। যেখানে রামমন্দির এলাকা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি ওই ব্যক্তির। ওই ব্যক্তির নাম মনোজ বলে জানা যাচ্ছে। তাঁর দাবি, ফোনে নির্দিষ্ট সময়েও নাকি বলে দেওয়া হয়। আর সেই সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটবে বলেও নাকি হুমকি দেওয়া হয়েছে বলে দাবি মনোজের।