ঘোষিত হল তৃনমূলের প্রার্থী তালিকা, রমরমা মহিলা, তফসিলি জাতি-উপজাতি এবং তরুণ প্রার্থীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আজ শুক্রবার দুপুরের পরে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন সাংবাদিক বৈঠক করে। সূত্রের খবর, এবার একাধিক রাঘববোয়াল নেতা তৃণমূলের তালিকা থেকে বাদ পড়তে চলেছেন। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। মা-মাটি-মানুষের প্রতি আস্থা রাখার আর্জি।একমাত্র বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তৃণমূল কংগ্রেসই। এক নম্বরে রাজ্যকে তুলে নিয়ে যেতে পারব। আমফান, করোনাভাইরাসে ভালো কাজ হয়েছে। দু’এক জায়গায় সমস্যা হয়েছে।চেঁচামেচি হয়েছে সেগুলো নিয়ে।

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, খড়দহতে কাজল সিনহা, মনোজ তিওয়ারি শিবপুরে, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা, বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাসবিহারীতে দেবাশিস কুমার, উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজারহাটে অদিতি মুন্সি, উলুবেড়িয়া পূর্বে বিদেশ বসু, বেহালা পূর্ব রত্না চট্টোপাধ্যায়, সিঙ্গুরে বেচারাম মান্না, কামারহাটিতে মদন মিত্র, পাণ্ডুয়ায় রত্না দে নাগ, যাদবপুরে দেবব্রত মজুমদার, বিধাননগরে সুজিত বসু, মেটিয়াবরুজে খলিলুর রহমান, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, কৃষ্ণনগর উত্তরে কৌশানি মুখোপাধ্যায়, কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষ, বহরমপুরে নাড়ুগোপাল মুখোপাধ্যায়, শিলিগুড়ি ওমপ্রকাশ মিশ্র, ডোমজুড়ে কল্যাণ ঘোষ, চণ্ডীপুরে সোহম চক্রবর্তী, ডেবরায় হুমায়ুন কবীর, মুর্শিদাবাদে ইদ্রিশ আলি, মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরী, আসানসোল দক্ষিণে সায়নী, সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র দাঁড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়ছি। যা প্রতিশ্রুতি দিয়েছি। ভবানীপুরে দাঁড়াচ্ছি না। ভবানীপুরে দাঁড়াচ্ছেন শোভনবদেব চট্টোপাধ্যায়। ওটা আমার হাতের মুঠোর আসন। মহিলা ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *