ফ্লেক্স-ব্যানারই ভোটপ্রচারে একমাত্র হাতিয়ার , দেওয়াল লিখন শিল্পীরা চরম হতাশ কাজ হারিয়ে
বেস্ট কলকাতা নিউজ : দেওয়াল লিখনের শিল্পীরা ক্রমশ কোণঠাসা হচ্ছেন ডিজিটাল যুগে ফ্লেক্সের দাপাদাপিতে। কালনার দেওয়াল লিখনের শিল্পীরা ভোটের সময় নাওয়া-খাওয়ার সময় পেতেন না বিগত কয়েক বছর আগেও। কিন্তু এ বছর চিত্রটা একটু অন্যরকম আসন্ন পুরসভা নির্বাচনের আগে! এমনকি শিল্পীদের আক্ষেপ, তাঁরা কাজ পেলেও আগের মতো তা নয়। তাঁদের কাজে থাবা বসিয়েছে ডিজিটাল ফ্লেক্স, ব্যানার। কম সময়ের মধ্যে তৎক্ষণাৎ ফ্লেক্স, ব্যানার তৈরি হওয়াতে এসবের দিকেই ঝুঁকছে বিভিন্ন রাজনৈতিক দল। দেয়াল লিখনের শিল্পীরা স্বভাবতই কাজ হারাচ্ছেন।
তবে রাজনৈতিক দলের কর্মীদের মতে, এবছর ফ্লেক্স, ব্যানার বেশি করা হচ্ছে দেওয়াল লিখনের তুলনায়, তার একটা কারণ সময়। কালনার সিপিএম দলের এক কর্মী জানান, প্রতি বছর তাঁরা বেশি গুরুত্ব দিতেন দেওয়াল লিখনেই । এতে ওই এলাকায় যেমন একটি প্রচারও হয়, তেমনি জনসংযোগ হয়ে যায় এলাকার মানুষের সঙ্গে । তবে এ বছর সময় কম থাকার কারণে তাঁরা বেশি প্রাধান্য দিচ্ছেন ফ্লেক্স, ব্যানারকেই। পাশাপাশি দেওয়াল লিখনও সারছেন তাঁদের কর্মীরা। তবে তা যথেষ্ট কমই।
পাশাপাশি কালনা শহরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলে দাঁড়ানো প্রার্থী সন্দীপ বসু জানান, ভোটের সময় অনেকটাই সময় পাওয়া যায় অন্যান্য বছরে। কিন্তু এ বছর হাতে সময় অনেকটা কম। পাশাপাশি কালনার সরস্বতী পুজোর জন্য এক সপ্তাহ তাঁরা এমনিতেই পিছিয়ে গিয়েছেন। তাই ফ্লেক্সটাই বেশি করা হয়েছে।
অন্যদিকে কালনার এক ফ্লেক্স ব্যবসায়ী জানান, সমস্ত রাজনৈতিক দলেরই ফ্লেক্স, ব্যানারের কাজ অনেকটাই বেশি এসেছে অন্যান্য বারের তুলনায় । তবে এ বছর আগের তুলনায় ফ্লেক্স, ব্যানারে আরও দাম বেড়েছে জিনিসের দামও অনেকটা বৃদ্ধি হওয়ার কারণে।এবিষয়ে কালনার এক দেওয়াল লিখন শিল্পী জানান, অন্যান্য নির্বাচনের তুলনায় এ বছর অর্ডার অনেকটাই কম। সমস্যায় পড়েছেন তাঁরাও ।সব মিলিয়ে বলা বাহুল্য, আসন্ন পুরসভা নির্বাচনের আগে একদিকে যেমন কম সময়ের জন্য ফ্লেক্সের দিকে ঝুঁকছেন রাজনৈতিক কর্মীরা, তেমনই শিল্পীরা ভুগছেন অর্থ সংকটে।