বইমেলা উদ্বোধন করে মেয়র কিনে ফেললেন বেশ কয়েকটি বই , বই আমার বেশ পছন্দের জিনিস এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি: বইমেলা উদ্বোধন করে বেশ কয়েকটি বই কিনে ফেললেন মেয়র গৌতম দেব। সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র এদিন বইমেলা উদ্বোধন করেই ঢুকে যান বেশ কয়েকটি বইয়ের দোকানে। বইয়ের স্টলে । বই দেখতে দেখতে কিনে ফেলেন বেশ কয়েকটি পছন্দের বই। বিভিন্ন রকমের বই ভালবাসি আমি। জানালেন মেয়র, বই একটা আলাদা গুরুত্ব আমার কাছে। সব সময় তো সম্ভব হয়না বই পড়া, সুযোগ এমন সময় পেলেই বই পড়ি। বই পড়তে ভালো লাগে , বই কিনতেও ভালো লাগে। এদিন বইমেলা ঘুরে ঘুরে দেখেন মেয়র গৌতম দেব। সাথে ছিলেন কাউন্সিলর অভয়া বসু, দুলাল দত্ত এবং অন্যান্য কাউন্সিলর। মেয়র এদিন জানালেন আমাদের সবার বই পড়া উচিত। বই আমাদের মনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই সময় পেলেই বই পড়ুন। বইয়ের কি গুরুত্ব আমরা বুঝতে পারি না।
এদিন বই মেলাতে মেয়র নিজে কয়েকটি বই কেনা ছাড়াও বেশ কয়েকটি স্টল ঘুরে ঘুরে দেখে কিছু কিছু বইয়ের কথা বলেন। তার পছন্দের সাহিত্যিকদের কথা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনাও করলেন। অনেকক্ষণ ছিলেন মেয়র বই মেলাতে। সময় সুযোগ পেলে আবার আসবো মেয়র জানিয়ে যান যাওয়ার আগে।