বজরংবলী মন্দির ভাঙা নিয়ে জোর তরজা শিলিগুড়ির মেয়র এবং বিধায়কের মধ্যে
শিলিগুড়ি : শিলিগুড়ির বিধায়ক এবং মেয়র দুজনের মধ্যে শুরু হয়ে গেল জোর লড়াই। দুজনের মধ্যকার এই লড়াইকে ঘিরে এদিন উত্তপ্তও হয় শহর শিলিগুড়ি। জানা গেছে স্টেশন ফিডার রোডের একটি হনুমান মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত হয়। বিধায়ক শংকর ঘোষ এই এলাকায় এসে সরাসরি তৃণমূল কংগ্রেসের উপর দোষারোপ করেন। উল্টোদিকে মেয়রও ছেড়ে কথা বলেননি, এদিন তিনি জানান বেশি বাড়াবাড়ি করলে তৃণমূল কংগ্রেস তার শক্তি বুঝিয়ে দেবে। আবার এদিকে এদিন বিজেপি সমর্থকেরা শিলিগুড়ির এস এফ রোডে এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে হনুমান মন্দির ভাঙ্গার প্রতিবাদে তুমুল বিক্ষোভ জানান। ঠিক তার বিপরীতে মেয়র পৌঁছে যান শিলিগুড়ির এসএফ রোডে হনুমান মন্দিরে। এদিন তিনি এও জানান এর জবাব ভাজপা পাবে। এদিন মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই এমনকি পৌঁছেও যান এস এফ রোডের ঘটনাস্থলে। সেখানে গিয়ে বিধায়কের কথার উত্তর দেন।
