এক পাচারকারী নকশালবাড়িতে গ্রেফতার হল ৫ কেজি দুর্লভ সি-হর্স পাচারের অভিযোগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ঘোষপুকুর বন দফতরের কর্মীদের জালে এক পাচারকারী ধরা পড়লো প্রায় কয়েক লক্ষ টাকার দুর্লভ প্রজাতির সি-হর্স বা সিন্ধু ঘটক পাচারের সময় । জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহজন একজন ব্যক্তিকে আটক করা হয় নকশালবাড়ি এলাকা থেকে । তাঁর ব্যাগের ভিতর থেকে ৫ কেজির বিলুপ্তপ্রায় প্রাণী সি-হর্সের দেহ উদ্ধার হয়েছে বিশেষে তল্লাশি চালিয়ে । সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতার করে ঘোষপুকুর বন দফতরে জিজ্ঞাসাবাদ জন্য আনা হয় । এদিকে বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ফৈয়াজ আহমেদ। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ধুলিগাও গ্রামে। তল্লাশির পর ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক জায়গার রেসিডেন্ট সার্টিফিকেটও । অনুমান, এই সিন্ধু ঘটকগুলোকে নকশালবাড়ি হয়ে নেপালে পাচারের ছক ছিল ওই পাচারকারীর । বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি লক্ষাধিক টাকার মূল্যের হাতির দাঁত উদ্ধার হয়েছিল এসএসবি ও বন দফতরের যৌথ উদ্যোগে । ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ফাঁসিদেওয়া ঘোষপুকুর এলাকার এই ঘটনায়। বহু মূল্যের এই দাঁত পাচারের অভিযোগে তিন জন গ্রেফতারও হয়েছিল। বন দফতর সূত্রে জানা যায় , রাতে খরিবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির জওয়ানরা তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জওয়ানরা তল্লাশি চালালে বহুমূল্যের দুটি হাতির দাঁত উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *