বজ্রপাতে মৃত ৩ জনের মৃত্যু হল হুগলিতে , আহত হল ১

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাজ পড়ে তিন জনের মৃত্যু হল হুগলিতে৷মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া ও সিঙ্গুর ব্লকে ৷ মৃতদের নাম প্রদীপ মাঝি (৫১), নিধিরাম আদক (৫৭ ) ও দীপা দাস (৪০)৷

মূলত হুগলিতে মুশুলধারে বৃষ্টি শুরু হয়েছিল রবিবার বিকালে থেকেই । সেইসঙ্গে দোসর হয়েছিল ঘনঘন বজ্রপাতও৷ আর তিনজন প্রাণ হারালেন সেই বজ্রপাতেই৷ আহত হয়েছেন আরও একজন৷দাবড়া প্রসাদপুরের বাসিন্দা ছিলেন প্রদীপ মাঝি । তাঁর উপর বাজ পড়ে গরু নিয়ে আসার সময়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে৷ অন্যদিকে, নিজের বাড়ির জমিতে চাষ করতে গিয়ে নিধিরাম আদক নাম এক ব্যাক্তির মৃত্যু হল রামেশ্বরপুরে৷ ওই একইদিনে সিঙ্গুরের বাসিন্দা দীপা দাসের মৃত্যু হয় বজ্রাঘাতে৷ মাঠ ছেলের সঙ্গে কাজ করছিলেন ওই মহিলা ৷এই বিপত্তি ঘটে তখনই ৷ বজ্রাঘাতে আহত ছেলে৷এখন সে চিকিৎসাধীন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ৷শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না খবর পেয়ে ঘটনাস্থলে যান। হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ক্ষতিপূরণ বাবদ দু’লক্ষ টাকা করে দেওয়া হবে মৃতদের পরিবারকে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *