গুটখা এবং তামাকজাত পানমশলা ১ বছরের জন্য নিষিদ্ধ হল বাংলায়, জারি বিজ্ঞপ্তি
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রাজ্য সরকারের বড় পদক্ষেপ নেশা মুক্ত রাজ্য গড়তে। স্বাস্থ্য দপ্তর ফের এক বছরের জন্য গুটখা এবং তামাকজাত পান মশলা বিক্রি নিষিদ্ধ করল এ রাজ্যে। তামাক, গুটখা স্বাস্থ্যের পক্ষে হানিকারক, সিনেমা সিরিয়ালের পর্দায় বারবার ভেসে ওঠে এমনি এক সতর্ক বার্তা। কিন্তু সেই সাবধানতা অবলম্বন করতে দেখা যায় না বাস্তব জীবনে। বাজারে একরকম রমরমিয়ে বিক্রি চলছে তামাক জাতীয় দ্রব্যের। এবার রাজ্য সরকার নিষিদ্ধ করল তামাকজাত দ্রব্য বেচাকেনাকেই।

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তর এর তরফ থেকে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় গুটখা, পান মশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উত্পাদনকারী সংরক্ষণ নিষিদ্ধ ৭ নভেম্বর থেকে,এই নিষেধাজ্ঞা জারি থাকবে এক বছরের জন্য ।উল্লেখ্য, রাজ্য সরকার ২০১৯ সালে এই সিদ্ধান্ত নিয়েছিল।সেই সময় এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্য সরকার ফের একবার তামাক এবং নিকোটিন জাতীয় গুটখা,পান মশলা নিষিদ্ধ করল এ রাজ্যে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই। বাড়ছে এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগও। এবার গুটখা, স্বাস্থ্য দপ্তর বাড়াল পান মশলার ওপর নিষেধাজ্ঞার মেয়াদও।