বনগাঁ দমকলের ওসি গ্রেপ্তার হল দুর্নীতির দায়ে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা আজ সকালে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ জেলার বনগাঁর দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস হালদারকে । তার বিরুদ্ধে প্রায় অভিযোগ রয়েছে কয়েক লক্ষ টাকার দুর্নীতির। এলাকাবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করতেন ফায়ার লাইসেন্স পাইয়ে দেবেন — এই প্রলোভন দেখিয়ে। দেবাশিসকে মূলত রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তাদের অফিসে তলব করে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায়। অভিযোগ দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে বলেও । এর পরেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতেপেশ করা হয়েছে।
এমনকি তল্লাশি চালানো হয় ওসি-র ডায়মন্ড হারবারের সরকারি আবাসনও। বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। সেখানে থাকেন তার স্ত্রী ও মেয়ে । এছাড়া তল্লাশি চলে তার উত্তরবঙ্গের বাড়িতেও। এর আগে তিনি ছিলেন ডায়মন্ড হারবার দমকল কেন্দ্রের ওসি। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আগেই মামলা দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারের সম্পত্তি নিয়ে । সেই মামলার সূত্র ধরে তল্লাশি শুরু হয় দু’বছর আগে থেকে। ২০১৮ সালে তিনি বদলি হয়ে বনগাঁয় আসেন। গত দুই সপ্তাহ ধরে তিনি অফিসে আসছেন না।যদিও পুলিশ ও প্রশাসনের কোনও পক্ষ থেকেই এ ব্যাপারে উত্তর পাওয়া যায়নি।