বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়া হয় বিহারে, চিহ্নিত করে ভিডিও প্রকাশ করল রেল
বাংলা নয় বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছিল বিহারে। ভিডিও প্রকাশ করে জানাল রেল। গতকালই ঘটনার তদন্তে কমিটি গঠন করে রেল। সিআরপিএফের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল। তারপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকাশ্যে আসে পাথর ছোড়ার ঘটনা। বিহারের কিষাণগঞ্জের কাছেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক।
গত ৩ জানুয়ারি পর পর ২ বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন। ধুর্ধর্ষ তার গতি। হাওড়া থেকে ৮ ঘণ্টাতেও পৌঁছে যাওয়া যাচ্ছে জলপাইগুড়ি। বঙ্গবাসীর ট্যুরিস্ট ডেস্টিনেশনে পৌঁছতে আর রাত ভর অপেক্ষার প্রয়োজন নেই। সেই বন্দে ভারত এক্সপ্রেস ১ জানুয়ারি থেকে যাত্রা শুরু করেছিল। প্রথম ২ দিন নির্বিঘ্নে সফর করলেও তৃতীয় দিনের দিন ঘটে বিপত্তি। পর পর ২ বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে দুটি কামরার জানলার কাচে চিড় ধরে।