বন্ধুত্বের মেলবন্ধন হিসেবে নেপালকে ৮২ টি স্কুল বাস উপহার দিলো ভারত
নিজস্ব সংবাদদাতা : ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা এবং বন্ধুত্বের অংশ হিসেবে ইতিমধ্যেই নেপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ৮২টি স্কুল বাস সরবরাহ করলো ভারত সরকার। নেপালে স্কুল অনুপাতে বাস প্রচন্ড কম, স্কুল থেকে পর্যাপ্ত বাস না থাকায় চরম সমস্যা নিয়ে চলছিল স্কুল গুলি, অবশেষে সমাধানের পথ তৈরী করে দিল ভারত। আপাতত প্রথম ধাপে ৮২টি বাস নেপালকে উপহার দিল তারা, ভারত জানিয়েছে এই ব্যাপারে ভারত ভবিষ্যৎ আরো আগ্রনী ভূমিকা নেবে। এদিকে মনে করা হচ্ছে ভারতের সাথে নেপাল এর ভবিষ্যৎ এর নতুন ঠিকানা তৈরী হল। নেপাল সরকার ভারতের এই ভূমিকাকে অভিনন্দন জানিয়েছে, তারা বলেছে ভারত এই ব্যাপারে যে ভূমিকা নিল তা প্রশংসার যোগ্য।


