বন্ধ দশ নং জাতীয় সড়ক , ভাড়া বেড়ে যাওয়ার জেরে চরম হয়রান পর্যটকেরা
নিজস্ব সংবাদদাতা : রাস্তা সংস্কারের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।দুর্ভোগে পড়তে হচ্ছে কালিম্পং-সিকিমগামী পর্যটক সহ যাত্রীদের।রাস্তা বন্ধের জেরে গাড়ি ভাড়াও বেড়েছে দ্বিগুণ।এরফলে হয়রানির শিকার হচ্ছেন পর্যটকেরা।
৬ মে সোমবার সকাল থেকে বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক।আগামী ৯ মে সকাল ৬টা অবধি বন্ধ থাকবে।জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ঘুরপথে গরুবাথান-আলগাড়া হয়ে যাতায়াত করছে সমস্ত গাড়ি।যেকারণে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন চালকরা।এরফলে সমস্যায় পড়ছেন পর্যটক থেকে সাধারণ যাত্রী।বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্টই ক্ষুব্ধ পর্যটকরা। এই প্রসঙ্গে একজন গাড়ির চালক জানালেন আমাদের কি বা করবার আছে, আগে যেখানে লাগত ছয় ঘন্টা এখন সেখানে এখন লাগে বারো ঘন্টা। কিভাবে হবে। টাকা তো লাগবেই। তবে এটা বেশী দিনের জন্য নয়। আবার আগের দামেই ফিরে আসবে ভাড়া, নিশ্চিত থাকতে পারেন পর্যটকেরা।