বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ ও দুধিয়া এলাকা পরিদর্শন করলেন মুখ্য সচিব এবং GTA চিফ এক্সিকিউটিভ অনিত থাপা
নিজস্ব সংবাদদাতা : বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ ও দুধিয়া এলাকা পরিদর্শন করলেন মুখ্য সচিব এবং GTA চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, তিনি এদিন গোটা এলাকা ঘুরে দেখেন, তিনি জানান আমাদের পক্ষ থেকে যা যা যেভাবে করনীয় আমরা ঠিকভাবে করে যাব। এদিন তিনি আরো জানান আমাদের সবাইকে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এতো বড়ো ঘটনা এতো তাড়াতাড়ি ঠিক হওয়া কোনোভাবেই সম্ভব হতে পারে না। এত লোকের ক্ষতি হয়ে গেল এর সমাধান পাওয়া একেবারেই সম্ভব নয়। পরিকল্পনা করেই আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। দুধিয়া ব্রিজ এর ক্ষতিপূরন পাওয়া এতো তাড়াতাড়ি সম্ভব হবে না।
