বর্ডার গাভাস্কার ট্রফি জিতবে ভারত বাগডোগরা এয়ারপোর্টে এই কথাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং
নিজস্ব সংবাদদাতা : বর্ডার গাভাস্কার ট্রফি জিতবে ভারত। বাগডোগরা এয়ারপোর্টে নেমে ঠিক এই কথাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি জানালেন খারাপ সময় সবারই আসে, এবং সেই সময় পার করা শিখতে হয়। আমাদের দলে বহু প্রতিভাবান ক্রিকেটার আছে, যাদের অভিজ্ঞতা নেই, কিন্তু ভবিষ্যতে এরাই বড় ক্রিকেটার হবে। হরভজন সিং জানালেন আমাদের দল যথেষ্ট শক্ত এবং পরিপক্ক, কিন্তু সময় খারাপ হচ্ছে, তাই ম্যাচ হারতে হচ্ছে। রোহিত শর্মা যোগ দিলেই ভারতীয় দলের অন্য রূপ দেখতে পাবো আমরা।
এদিকে নিউজিল্যান্ডের সাথে সিরিজে হারের প্রসঙ্গে হরভজন সিং জানান , ব্যাটিং বোলিং ফিল্ডিং সবদিক দিয়ে আমাদের টেক্কা দিয়েছে নিউজিল্যান্ড। তবে আমাদের দল এ দাঁড়াবে, এই সিরিজে ভারতীয় দল ভালো ফলাফল করবে বলে আশাবাদী আমি , জানালেন হরভজন সিং। নিজের ব্যক্তিগত কাজে উত্তরবঙ্গ এসেছেন হরভজন, তিনি এও জানান, আমাদের সময় ছিল এক এখন আরেক, কাজেই খারাপ খেললেই সমালোচনা করতে হবে আমি সমর্থন করি না। ভারত আবার ঘুরে দাঁড়াবে, এই সিরিজে , এমনটাই মনে করেন হরভজন সিং।