গ্রামজুড়ে ব্যাপক শোরগোল আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’-এর চিঠি আসামাত্রই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাড়িতে আসছে চিঠি। প্রেরকের জায়গায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই লেখা। চিঠিতে লেখা আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেটেড’। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি-সহ একাধিক গ্রামে আসছে চিঠি। ইউআইডিএআই-এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে এলাকায়। ভয় পাচ্ছেন অনেকেই। আধার ডিঅ্যাক্টিভ মানে তো নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠে যায়। যদিও ব্লক আধিকারিকের বক্তব্য, এ ধরনের ভয়ের কোনও কারণ আছে বলে তাঁর মনে হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা বিপুল বিশ্বাসের কথায়, “১০-১২ বছর হল এখানে এসেছি। ভোটার কার্ড, আধার কার্ড সবই করেছি আমরা। অথচ এখন দেখছি নোটিস এসেছে। পোস্ট অফিস থেকে এসেছে। বলছে আধার কার্ড সক্রিয় নয়। আমার বাড়িতে ১৬ জন সদস্য। ৮ জনের নামে চিঠি এসেছে।” এদিকে এরকম চিঠিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে এলাকায়। ডাকযোগে যে চিঠি এসেছে, সেখানে আধার কার্ডের নম্বর উল্লেখ করে বলা হয়েছে, কার্ডগুলি নিষ্ক্রিয়। এদিকে আধার নিষ্ক্রিয় হওয়া মানে ব্যাঙ্ক থেকে রেশন, সমস্ত ক্ষেত্রেই চরম সমস্যার মুখে পড়তে হবে গ্রাহকদের । হচ্ছেও ঠিক তেমনটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *