বহু মানুষের বহু অভিযোগকে উপেক্ষা করে আজ আগের থেকে অনেকটাই আধুনিক এবং উন্নত শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশান ঘাট এখন আগের থেকে অনেকটাই উন্নত। বহু মানুষের বহু অভিযোগ ছিল এই শ্মশানঘাটকে নিয়ে। তবে আগের চাইতে এখন অনেকটাই উন্নত এই কিরণ চন্দ্র শ্মশানঘাট। বলা হয় শ্মশানঘাট সব থেকে পবিত্র, সবথেকে সুন্দর জায়গা। কারণ মানুষের শেষ ঠিক এই জায়গাতেই হয়। কিরণ চন্দ্র শ্মশান ঘাট এখন আধুনিক, গেলে আপনি বুঝতেই পারবেন না মানুষের শেষ স্টেশনে আপনি এসেছেন। সেই শ্মশান ঘাট গাছ এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

এমনকি অনেকেই এসে সুন্দর কালী মন্দিরে পুজো দেন, অনেকে মা কালীর কাছে প্রার্থনা করেন। জীবনের শেষ প্রান্তে যখন মানুষ পৌঁছে যায় তখন মানুষের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আগে মানুষের বিস্তর অভিযোগ ছিল এই কিরণ চন্দ্র শ্মশানঘাট কে নিয়ে। যার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল। এই কিরণ চন্দ্র শ্মশানঘাট শুধু এখন শ্মশানঘাটেই নয় মানুষের একটা দ্রষ্টব্য স্থান। এই কিরণ চন্দ্র শ্মশান ঘাটে দিনের পর দিন, মানুষের শেষ স্মৃতিটুকু চলে আসে। মহানন্দা ব্রিজের উপর গেলেই আপনি দেখতে পাবেন কিরণ চন্দ্র শ্মশান ঘাট। সেখান থেকেই আপনি বুঝতে পারবেন কতটা আধুনিক হয়েছে এই কিরণ চন্দ্র শ্মশানঘাট। শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তাদের পরিবারের লোকেদের দাহ করতে। শুধু একবার না, কিরণ চন্দ্র শ্মশান ঘাট কে নিয়ে অনেক গল্প আছে। যার বিস্তৃতি অনেক। সেই কারণেই কিরণ চন্দ্র শ্মশান ঘাটকে এখন মানুষ একটা আলাদা চিত্রে দেখছে। তবে আগামী দিনে কোথায় যাবে এই কিরন চন্দ্র শ্মশানঘাট? তা কেউই বলতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *