বাংলাদেশের ঝামেলার কারণে পাতে নেই ইলিশ, জলপাইগুড়িতেও উধাও ইলিশ মাছ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : শিলিগুড়ির আশেপাশে জলপাইগুড়িতেও বাংলাদেশের ঝামেলার কারণে উধাও হয়ে গেছে ইলিশ মাছ। যেটুকু আছে কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের, ইলিশ মাছ কেজি প্রতি বলা হচ্ছে দু হাজার টাকা। যা একেবারেই ধরাছোঁয়ার বাইরে মধ্যবিত্ত মানুষের। জলপাইগুড়ির মিনি মার্কেট, সুপার মার্কেট, এবং দিন বাজারে ইলিশ মাছের দাম কেজিপ্রতি ১৮০০ থেকে ২০০০ টাকা। গত তিন সপ্তাহে ইলিশ আসেইনি জলপাইগুড়িতে। যেটুকু ইলিশ আসছে সেটা সদর ডায়মন্ড হারবার থেকে। এত দাম হয়ে যাওয়ায় হেতারাও উৎসাহ হারিয়ে ফেলেছেন ইলিশ মাছের উপর থেকে, জলপাইগুড়ির বেশকিছু এলাকায় কলকাতার মতো করে ইলিশ মাছ কেটে বিক্রি করা হচ্ছে প্রতি পিসের দাম ৩০ টাকা হিসেবে।

বিক্রেতারা জানিয়েছেন এই বছর জলপাইগুড়ির ইংলিশ আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, যেটুকু আসবে সেটুকু ডায়মন্ড হারবার এবং তার আশেপাশে এলাকা থেকে। সুন্দরবন থেকেও আসবে। তবে তার ছাত্র আর বাংলাদেশের ইলিশের মতো হবে না। কাজেই এই বছরের মত বাংলাদেশী ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা আপাতত মানুষের মধ্যেই থেকে যাবে। কারণ কোল্ড স্টোরেজের মাছও একেবারেই শেষ। আর বর্ষা ও শেষের পথে, কাজেই বাংলাদেশের দিকে তাকিয়ে আর এই বছরের কোন লাভ নেই। ইলিশ মাছ আসছে না এবার বাংলাদেশ থেকে, অন্তত এই বছরে। অবস্থার উন্নতি হলে সময় ছাড়া কিছুটা হলেও ইলিশ মাছ আসবে, আপাতত এই আশায় আছেন ইলিশ মাছ বিক্রেতারা।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *