বাংলাপক্ষ ছটের জমায়েত আটকাতে দ্বারস্থ হলেন বিকাশ ভট্টাচার্যের কাছে
বেস্ট কলকাতা নিউজ : বাংলাপক্ষ এবার বিকাশ ভট্টাচার্যের দ্বারস্থ হল ছট পুজোর জমায়েত রুখতে। এমনকি তারা আগেই সরকারের কাছে ছটের জমায়েতের উপর বিধি নিষেধ প্রয়োগের দাবী জানিয়েছে। কিন্তু এতেই তারা থামছে না। এমনকি বাংলাপক্ষ দ্বারস্থ হয়েছে আইনজীবী তথা বাম নেতা বিকাশ ভট্টাচার্যের কাছেও।বাংলা পক্ষ আরও জানিয়েছে, ‘বাঙালির মত উন্নত সভ্য জাতির উৎসব দুর্গাপুজোয় সমাগম বন্ধ করতে যে তৎপরতা দেখিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, কিন্তু তা অনুপস্থিত ছটের ক্ষেত্রে। বাংলা পক্ষ এমনকি চিঠি পাঠিয়েছে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের কাছেও, যাতে তিনি দ্রুত মহামান্য হাইকোর্টের দারস্থ হোন ছট পুজোয় জমায়েত আটকাতে।’
একইসঙ্গে তারা এও জানিয়েছেন, ‘বিকাশবাবু যদি একইভাবে ছটের ক্ষেত্রে অবিলম্বে আদালতের কাছে সওয়াল না করেন, তাহলে করোনা সংক্রমণ রুখতে বাংলা পক্ষর নিজস্ব আইনজীবীরা আদালতের দ্বারস্থ হবে ছটে জমায়েতের উপর নিষেধাজ্ঞা চেয়ে।এমনকি বাংলা জুড়ে অনেক স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে চিন্তিত সমাজ-সচেতন বাঙালি আইনজীবী বিনা পারিশ্রমিকে সামিল হতে আগ্রহী হয়েছেন বাংলা পক্ষর এই উদ্যোগেও। এ এক আনন্দের কথা বাঙালি জাতির জন্যও।’
পাশাপাশি বাংলায় যাতে কোনো রকমে ছটের অছিলায় করোনা যাতে না ছড়ায়, তার জন্য বাংলা পক্ষ বাংলার সব ঘাট ও পুকুরকে “নো এন্ট্রি” এলাকা ঘোষণা করার দাবিপত্র পাঠিয়েছে রাজ্য সরকারের কাছেও। এই দাবিপত্রে করোনা মহামারী কালে ছটের মাধ্যমে মানুষের মাঝে করোনা ছড়িয়ে যাওয়ার বিরাট সম্ভাবনার পাশাপাশি দুর্গাপুজোর সময়ে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাঙালিরা কিভাবে আইন ও বিধি নিষেধ মেনেছে, তা তুলে ধরা হয়।