বাংলায় ভোটারদের ভোট রক্ষা করতে হবে আমাদেরই, এক সাংবাদিক সম্মেলনে এই কথাই বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : বাংলায় মানুষের ভোট যাতে বিপন্ন না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই কথাই বললেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি আরো জানান ওয়াকফ বিল এবং শিক্ষকদের নিয়ে বিজেপি এবং সিপিএম যে রাজনীতি করেছে সেটা মোটে গ্রহণযোগ্য নয়। কারণ ওরা চাইছে বাংলার সার্বভৌমত্ব নষ্ট করতে। এটা আমরা কোনমতেই করতে দিতে পারি না। আগামী বছর বিধানসভা ভোট, তাই ভোটের আগে যাতে ভোটারদের স্বার্থ কোনভাবেই বিপন্ন না হয় এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

জেলা সভাপতি এদিন আরো জানান বাংলার ভোট , একেবারেই অন্যভাবে হয় । বাঙালিকে অন্য জাতির সাথে মেলালে হবে না। এখানে রবীন্দ্রনাথ নজরুলের মত বিখ্যাত মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন। আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তাই এখানে চালাকি চলবে না। ভোটের আগে বিজেপি এবং সিপিএম একজোট হয়ে বাংলার মানুষের ভোটকে ছিনিয়ে নেওয়ার একটা বৃথা চেষ্টা করবে। কিন্তু এতে কোন লাভ হবে না, আমাদের মুখ্যমন্ত্রী মমতাময়, কাজেই মানুষের ভোট চুরি হবে না কখনো।
এদিন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এবং অন্যান্য তৃণমূলের দার্জিলিং জেলা নেতৃত্ব কে নিয়ে জেলা সভাপতি সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি এও বলেন , যোগ্যদের চাকরি চলে যাওয়া দুঃখজনক, এবং তার থেকেও বেশি দুঃখজনক যা এটা নিয়ে রাজনীতি করছে। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যোগ্যদের চাকরি যাবে না, আগেই এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই। ভোটের আগে সিপিএম এবং বিজেপির এই প্রচেষ্টা, বাংলার মানুষের ভোট ছিনিয়ে নেওয়া এটা কোনভাবেই কোন মতে আমরা হতে দেব না। বাংলার মানুষ নিজেদের স্বাধিকার নিজেরাই প্রয়োগ করবে। এটাই আমার দাবি বলেও এদিন জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ।