বাংলার আকাশেও ঘূর্ণিঝড়ের অশনি সংকেত, এনডিআরএফ মোতায়েন হল এ রাজ্যে
বেস্ট কলকাতা নিউজ : এবার পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব। একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তার আগেই। এমনকি তৎপরতাও তুঙ্গে। রাজ্যের ১২ টি জেলায় এনডিআরএফ মোতায়েন করা হয়েছে ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখেই।মৎস্যজীবীদের সমস্ত নৌকা যাতে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই ফিরিয়ে আনা হয় সেই মর্মে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলার জেলাশাসকদেরও একটি নির্দেশ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই সমুদ্র সৈকত গুলোতে পর্যটকদের সমস্ত আনাগোনা যাতে বন্ধ করা হয় সেই নির্দেশ দিয়েছে নবান্ন। এছাড়াও জেলা আধিকারিকদের বলা হয়েছে, প্রস্তুত করে ফেলতে সাইক্লোন ফ্লাড শেল্টার গুলিও। কৃষি দফতরকে জানানো হয়েছে যাতে তাড়াতাড়ি করে ফেলা হয় ধান তোলার কাজ। ব্যাপকভাবে প্রচার শুরু করেছে রাজ্য প্রশাসন।নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে।