বাগবাজারে মা সারদার স্মৃতিধন্য জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট
বেস্ট কলকাতা নিউজ : বাগবাজারে সারদা মায়ের স্মৃতি বিজড়িত বাড়ির জমি দখল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত।

মামলার বৃত্তান্ত বলতে গেলে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। বাগবাজারে সারদা মায়ের বাড়িতে এক সময় কাজ করতেন চন্দ্রমোহন দত্ত। তাঁর শিষ্য চন্দ্রমোহন একদিন সারদা মা-কে বলেছিলেন, বাড়িওয়ালার অত্যাচারে তিনি আর ভাড়াবাড়িতে আর থাকতে পারছেন না। সেকথা শুনে চন্দ্রমোহন দত্তকে বাড়িটি তিনি দান করেছিলেন। এই বাড়িতে থাকা চন্দ্রমোহনের নাতি কার্তিকচন্দ্র দত্তের মৃত্যুর পর থেকে প্রোমোটারদের দৌরাত্ম্য বাড়ে বলে অভিযোগ।
এদিকে ইতিমধ্যে বেশ খানিকটা অংশ নাকি দখলও হয়ে গিয়েছে। বাকি অংশে অবশ্য এই পরিবারের আরেক উত্তরাধিকার সমীর দত্ত এবং তাঁর ভাই বসবাস করেন। তাঁদের অভিযোগ, মাত্র চার ফুট রাস্তা হওয়া সত্ত্বেও তিনতলা বাড়ি তৈরির কাজ শুরু করেছে প্রোমোটার। পুরসভায় অভিযোগ জানানো হলে ২০২১ সালে ওই বাড়ি পরিদর্শনে আসেন পুরসভার আধিকারিকরা। তবে পুরসভার আধিকারিকরা ওই বেআইনি নির্মাণ আটকাননি বলেই অভিযোগ। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলায় অবশেষে পুরসভার রিপোর্ট খতিয়ে দেখে ৩০ দিনের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।