বাঘ দেখতে রেকর্ড ভীড়, বেঙ্গল সাফারিতে মানুষের আগ্রহ শুধুমাত্র বাঘকে নিয়েই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বাঘের আগমনে উজ্জল বেঙ্গল সাফারি। জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে বাঘমামাকে দেখতে মানুষের আগ্রহ তিনগুন বেড়ে গেছে। প্রচণ্ড ঠান্ডায় এবারে রেকর্ড ভীড় বেঙ্গল সাফারিতে। সাথে সাথে মানুষের ঢল নেমেছে একেবারে সকাল থেকেই। জানুয়ারী মাসের প্রচণ্ড ঠান্ডায় কাবু হলেও বাইরে বের হতে কোন কুড়েমী নেই মানুষের। তাই চিড়িয়াখানাতে ঢুকেই বাঘমামার খোজ করতে উঠেপড়ে নেমে গেছেন পর্যটকেরা। খুশীতে ডগমগ হয়ে এক মুখ্য আধিকারিক জানালেন এতদিন পরে মনে হচ্ছে শিলিগুড়িতে কিছু আছে। এত ভীড় সত্যি সত্যি দেখেন নি কেউই। সবচাইতে বেশী ভীড় জমছে বাঘ এবং পাখিদের দেখতে। সকাল থেকে সন্ধ্যায় ভীড় উপচে পড়ছে। বাঘমামার সাথে সেলফি তোলার সাহস না করলেও দুর থেকে অনেক পর্যটক ছবি তুলে নিয়ে যাচ্ছেন। সবমিলিয়ে একেবারে জনপ্রিয়তার শীর্ষে পৌছে গেছে বেঙ্গল সাফারি। যার প্রধান কারন অবশ্যই বাঘমামা। পশুদের রাজা যে তিনি। সবার উপরে আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *