বাজানো যাবে না কোন রকম হিন্দি গান, বাংলাপক্ষের চরম হুঁশিয়ারি জলপাইগুড়ির শপিংমল গুলিকে উদ্দেশ্য করে
জলপাইগুড়ি : জলপাইগুড়িতে বেশিরভাগ শপিং মল গুলিতে বাজানো হতো হিন্দি গান। বাংলা পক্ষের তরফ থেকে এবার জলপাইগুড়ির সব শপিংমল গুলিকে চরম হুঁশিয়ারি দেওয়া হলো , তারা যেন হিন্দি গানের পরিবর্তে অবিলম্বে বাংলা গান চালানো শুরু করে। বাংলা পক্ষের তরফ থেকে এদিন জানানো হয় জলপাইগুড়ির অধিকাংশ শপিংমলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রমাগত বাজতে থাকে হিন্দি গান। যেটা বিশেষ করে বাঙ্গালীদের কাছে রীতিমতো অপমানজনকও বটে।

বাংলায় কেন এত হিন্দি গান বাজবে। অবিলম্বে বাংলা গান শোনাতে হবে সবাইকে। এই মর্মে এদিন এক স্মারকলিপিও দেয় বাংলা পক্ষের সদস্যরা। অবশেষে যা মেনে নেয় শপিংমল গুলিও । বাংলা পক্ষের সদস্যরা এও জানিয়েছেন তারা আবার আসবেন, তখন যদি হিন্দি গান চলে তারপর যা ঘটে যাবে তার জন্য তারা দায়ী কোনো রকমে থাকবেন না।