বাজার চরম মন্দা, কোনো বিক্রিবাট্টা নেই শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের সবজির সবজির বাজারে
নিজস্ব সংবাদদাতা : বাজারে মন্দা একেবারেই বিক্রি নেই সবজির বাজারে। ফাঁকা দোকান সবজি বিক্রেতা বসে বসে মোবাইলে আইপিএল দেখছেন। জানালেন করো না সময়ও এত খারাপ বাজার ছিল না। যেই বাজার এখন তৈরি হয়েছে। কি হবে? বাজারে বিক্রি একেবারেই শূন্যতে এসে গেছে সবজি বিক্রেতা জানিয়েছেন বিকেল থেকে রাত পর্যন্ত কেনার পয়সা ওঠেনা। বিক্রি হবে কিভাবে? শুধুমাত্র শিলিগুড়ি নয় সমগ্র উত্তরবঙ্গের সবজির বাজার একেবারেই শূন্য। বিক্রি নেই ঘরে কিভাবে খাবার ঢোকাবো? গত তিন মাসে শিলিগুড়িতে সবজি বিক্রির হার একেবারে তলানিতে চলে গেছে। একেবারেই বিক্রি নেই। দোকানদাররা জানিয়েছেন এখন পাড়ায় পাড়ায় সবজির দোকান হয়ে যাওয়ায় আরো ব্যবসায় মন্দা চলে এসেছে। কবে থেকে আবার ব্যবসা তুলবো নিজেরাই ঠিকভাবে বলতে পারছি না। শুধু কি ব্যবসা, পরিস্থিতি বর্তমানে তলানি চাইতেও তলা নিচে চলে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হা করে বসে থাকছেন দোকানদারেরা। কবে আবার উঠবে ব্যবসা? জানেন না কেউ
