বাড়িতে ভয়াবহ আগুন মকর সংক্রান্তির রাতে, ৩ শিশু-সহ পরিবারের ৬ জনের মৃত্যু হল জীবন্ত দগ্ধ হয়ে
বেস্ট কলকাতা নিউজ :গভীর রাত ৷ ঘুমোচ্ছিলেন বাড়ির সকলে ,এমন অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হিমাচল প্রদেশের সিরমৌর জেলার অন্তর্গত সাংগ্রাহ মহকুমার নৌরাধরের তালাঙ্গানা গ্রামে। এদিকে ঘুমিয়ে ছিলেন বলে তা খুনাক্ষরেও টের পাননি বাড়ির সদস্যরাও৷ আর তার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে মৃ্ত্যু হয় ৩ শিশু-সহ ৬ জনের ৷ মুহূর্তের মধ্যে মকর সংক্রান্তির আনন্দ-উৎসব পরিণত হয় এক চরম বিষাদে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা ভার্মা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ৷ তিনি বলেন, “দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন ৷ একজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহানের ডেপুটি কমিশনারও ঘটনাস্থলে যান ৷” পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। সেই আগুন কোনওভাবে রান্না করা চুলা (উনুন)-তে পৌঁছতেই আগুন আরও ছড়িয়ে পড়ে ৷ পুরো বাড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। সিমলা জেলার নেরওয়া তহসিলের বাসিন্দা যোগেন্দ্র সিংয়ের ছেলে লোকেন্দ্র (৪২ বছর) দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাকে সিএইচসি নওরাধরে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বাড়িতে সাতজন ঘুমাচ্ছিলেন। শিশু ছিলেন ৩ জন ৷ ইতিমধ্যেই মৃতদের তালিকা প্রকাশ করেছে পুলিশ। মৃতদের নাম লোকেন্দ্র সিং, কবিতা দেবী, সারিকা, কৃতিকা, তৃপ্তি দেবী ও নরেশ কুমার। দেহগুলি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে ৷ এলাকাবাসীরা জানান, তাঁরা আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য ছুটে আসেন ৷ কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা বিস্তর ছড়িয়ে পড়েছে ৷ মৃতদের মধ্যে বাড়ির মালিকের মেয়ে ও জামাই ছিলেন ৷ তাঁরা মকর সংক্রান্তি উপলক্ষে বাবার বাড়ি এসেছিলেন ৷

