২ দিনের বিজনেস কনক্লেভ আয়োজিত হতে চলেছে সৈকত নগরী দিঘায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বুধবার থেকে দু’দিনের জন্য বিজনেস কনক্লেভ বসছে চলেছে দিঘায় । সেখানে রাজ্যে ব্যবসার বাণিজ্যের সুযোগ ও সুবিধা গুলোকে তুলে ধরা হবে শিল্পমহলের কাছে৷ এই বিজনেস কনক্লেভের আয়োজন করা হচ্ছে সম্প্রতি দিঘার সমুদ্র সৈকতে তৈরি হওয়া কনভেনশন সেন্টারে।বিজনেস কনক্লেভ এ হাজির থাকার কথা আছে ১৭-১৮টি দেশের রাষ্ট্রদূত, শিল্পোদ্যোগী, বণিকসভার প্রতিনিধিদের । এ রাজ্যে শিল্পে বিনিয়োগের অঙ্ক এবং গত আট বছরে এ রাজ্যের আর্থিক অবস্থা কেমন পরিবর্তন হয়েছে তাই জানানো হবে তাঁদের সামনে। ওই কনভেনশন সেন্টারের সংলগ্ন একটি হোটেলও রয়েছে। ওই কনভেনশন সেন্টার এবং হোটেলটিকে বিশ্বের দরবারে তুলে ধরতেও বিশেষ আগ্রহী রাজ্য সরকার। যাতে আরও বিস্তার লাভ করে রাজ্যের পর্যটনশিল্প।

এই বিজনেস কনক্লেভে আসা অতিথিদের দিঘায় নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে গাড়ি, ভলভো বাস এবং ট্রেনের । তাছাড়া ব্যবস্থা থাকছে হেলিপ্যাডেরও ।এর অধিবেশন শুরু হবে ১১ ডিসেম্বর,বুধবার দুপুর আড়াইটে থেকে । এই অনুষ্ঠান উদ্বোধন করবেন এ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যে প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি হাজির থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও শিল্পসংস্থার প্রতিনিধিরাও ৷ ওইদিন বিকেলপাঁচটায় থাকছে সঙ্গীতানুষ্ঠান।পরের দিন, বৃহস্পতিবার সকাল থেকেই বি টু বি, জি টু বি-তে অংশ নেবেন বিভিন্ন শিল্পসংস্থাগুলির প্রতিনিধিরা। বিজনেস কনক্লেভে আলোচনা হবে পরিকাঠামো, আইটি, পর্যটন, নগরায়ন ইত্যাদি ক্ষেত্র নিয়েও । তাছাড়া আশা করা হচ্ছে বেশ কয়েকটি মউ-ও স্বাক্ষরিত হবে বলেও । ওইদিন বেলা দু’টোর সময় থাকছে সমাপ্তি অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *