বাতিল হল ডার্বি ম্যাচ ,একসাথে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্ষোভ গোটা রাজ্য জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ডার্বি হলো না আজকে, পর্যাপ্তভাবে নিরাপত্তা দেওয়া যাবেনা না বলে ডারবি করার অনুমতি দেওয়া হয়নি। এরপরের সমর্থকরা ঠিক করেছিলেন, মাঠে আসবেন এবং দুজলের সমর্থকরা মিলে একটা শান্তি মিছিল করবেন, কিন্তু সেখানেও বাঁধ সাধলো পুলিশ। পুলিশ শত্রভঙ্গ করে দিল শান্তি মিছিল। পরে ক্ষুদ্র হয়ে উঠলেন দু দলের সমর্থক রা। তাদের যুক্তি বা মতামত একটাই পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবেনা বলে যেখানে ডার্বি ম্যাচ করা সম্ভব হলো না, সেখানে এত পুলিশ আসলো কোথা থেকে? এই নিয়ে প্রথমে পুলিশের সাথে বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হল। দুজনের সমর্থকদেরই ভ্যানে ওঠালো পুলিশ। এরপরে বারুদের মধ্যে ঘি পড়ার মত ক্ষোভ ছড়িয়ে যায় পুরো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্য। ১২০ থেকে ২৫ বছরে যারা কোনদিন এক হননি তারা আজকের দুজনে এক হয়ে লড়াই করলেন। কবে বারুদ খেয়ে পড়ার মতো অবস্থা, ফেসবুক এবং টুইটারে ক্ষোভ উগরে দিলেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকেরা। যাবে এসে পড়ল শিলিগুড়িতে।

তারা জানান তারা ডার্বির টাকা ফেরত চান না তারা খেলা চেয়েছিলেন। কিন্তু হাস্যকর যুক্তিতে খেলা হলো না। এটা প্রচন্ড দুর্ভাগ্যজনক আমাদের কাছে। তাই আমরা চেয়েছিলাম একটা মিছিল হোক, শান্তিপূর্ণভাবে। কিন্তু হতে দেওয়া হলো না। আমাদের একটাই জিজ্ঞাসা কি কি কারনে ঠিক ডার্বি করতে দেও য়া হলো না, একটা ম্যাচ কে মেরে ফেলা হলো। এদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সাথে যোগ দেয় মহাভারত স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও, তারাও জানেন এটা সম্পূর্ণ অনৈতিক। যেভাবে হোক ম্যাচটা করা উচিত ছিল। এই জিনিসটা আমরা ভুলতে পারবো না। জানালেন দুজনে সমর্থকরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *