বাথরুমে রক্তে ভাসছে বৃদ্ধার দেহ, স্বামী কাতরাচ্ছেন ডাইনিং রুমে, ক্রমশ রহস্য দানা বাঁধছে সল্টলেকের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : সাত সকালে বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল সল্টলেকে। বিধান নগরের জি সি ব্লকের একটি বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধার দেহ। বাড়ির ভিতর থেকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর স্বামীকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধান নগরের পুলিশ কমিশনার। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। বাড়ির ঠিকানা হল জি সি ৩০। বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থাকতেন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। হত্যা না আত্মহত্যা- তা খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার সকালে পরিচারিকা বাড়িতে প্রবেশ করেই চমকে যান। দেখেন ডাইনিং রুমে পড়ে রয়েছেন বৃদ্ধ। রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। তারপর একটু এগিয়েই দেখেন বাথরুমে পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর শরীরও রক্তে ভেসে যাচ্ছে। এরপরই লোকজন ডাকেন পরিচারিকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বৃদ্ধা মন্দিরা মিত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহ। তবে তাঁর স্বামী যদুনাথ মিত্রের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, আহত বৃদ্ধ ড. যদুনাথ মিত্র সেনাবিভাগে কর্মরত ছিলেন। বাড়ির ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলেও সূত্রের খবর। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ইন্দিরা মিত্রকে ধারাল ছুরি দিয়ে কোপানো হয়েছে। রক্তমাখা সেই ছুরিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ ও নমুনা সংগ্রহ করা হচ্ছে।